বলিউডের ছোট নবাব সাইফ আলী খানের জীবনে সম্প্রতি একের পর এক দুঃসংবাদ এসেছে। সম্প্রতি তিনি একটি ছুরিকাঘাতের শিকার হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন এবং সেখান থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। হাসপাতাল থেকে ছাড়া পেতে না পেতেই তিনি একটি নতুন দুঃসংবাদ পান, যা তার পরিবারের ১৫,০০০ কোটি টাকার সম্পত্তি নিয়ে সংশয় তৈরি করেছে।
মধ্যপ্রদেশ হাইকোর্টের একটি রায়ের পর, পতৌদি পরিবারের পৈতৃক সম্পত্তি ১৯৬৮ সালের শত্রু সম্পত্তি আইনের আওতায় কেন্দ্রীয় সরকারের হাতে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই আইন অনুযায়ী, দেশভাগের পর যারা পাকিস্তানে চলে গিয়েছিলেন, তাঁদের সম্পত্তি সরকার অধিগ্রহণ করতে পারে। সাইফের দাদির পাকিস্তানে চলে যাওয়ার কারণে এই আইনের আওতায় পতৌদি পরিবারের সম্পত্তি কেন্দ্রীয় সরকারের কাছে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
এদিকে, সাইফ আলী খান ছুরিকাঘাতের পর ৫ দিন হাসপাতালে থাকার পর বাড়ি ফিরেছেন, তবে নিরাপত্তার কারণে তিনি তার আক্রমণের স্থান নয়, অন্য একটি আবাসনে গেছেন। বর্তমানে আক্রমণকারী পুলিশ হেফাজতে আছেন এবং মুম্বাই পুলিশ বিষয়টি তদন্ত করছে।